রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রতিবারের ন্যায় বৃহস্পতিবার ২২ আগস্ট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম। এতে ভালো কাজের জন্য জেলা পুলিশের ২৪ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।
মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর) জাহিদুর রহমানসহ অন্য অফিসারবৃন্দ।
গত জুন মাসে ওয়ারেন্টভূক্ত নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারসহ অন্যান্য কার্যক্রম সন্তোষজনক হওয়ায় জেলা পুলিশের ২৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোছাইন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ আতিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ ইদ্রিশ আলী, সদর ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মোৎ ফারুক হোসেন।
পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার আরও-১ (দলগত) আব্দুল হান্নান খান, ডিবি পুলিশের আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, ডিএসবি’র এসআই বদরুল হাসান, ডিবির এসআই অনুপ কুমার সরকার, সদর মডেল থানার এসআই জিন্নাতুল ইসলাম, শিবগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম ও এসআই রিপন কুমার, সোনামসজিদ চেকপোস্টের ইনচার্জ এসআই জাফর আলী।
শিবগঞ্জ থানার এসআই রেজাউল করিম, গোমস্তাপুর থানার এসআই রনি কুমার দাস ও এসআই বজলুর রশিদ, এসআই শাহ্ আলম, এসআই আইনাল হক, সদর ট্রাফিক ফাঁড়ির টিএসআই নূরুন্নবী টিএসআই জাকির আলী, সদর মডেল থানার এএসআই মশিউদ্দীন ও এএসআই দেলোয়ার হোসেন, ভোলাহাট থানার এএসআই আবুল কালাম আজাদ ও ডিএসবির কনস্টেবল মকবুল হোসেন।
এ ছাড়াও জেলা পুলিশের ৫ সদস্য অবসরে যাওয়ায় তাঁদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply