রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে পাকুন্দিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাকুন্দিয়া পৌরসভা ২-০ গোলে এগারসিন্দুর ইউনিয়নকে পরাজিত করে পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply