রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে আরিফুল রুবেলঃ–– রাজশাহীর পুঠিয়া উপজেলায় শতাধিক লাইসেন্সবিহীন সিএনজি ও অসংখ্য অবৈধ অটোরিক্সা চলাচল করছে। সিএনজি গাড়ীর লাইসেন্স ও কাগজপত্র না থাকলেও এগুলো অবাধে চলাচল করে এবং চালকদের সিংহভাগই নেই ড্রাইভিং লাইসেন্স। অনভিজ্ঞ ও প্রশিক্ষণবিহীন চালক দিয়ে এসব সিএনজি গাড়ি বিভিন্ন সড়কে চলাচল করার ফলে ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা।
পুঠিয়া-বানেশ্বর, আড়াঁনী, তাহেরপুর সড়ক সহ উপজেলার অভ্যন্তরীণ সড়ক গুলোতে এসব সিএনজি গাড়ি ও অবৈধ অটোরিক্সার চলাচল করলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। মহাসড়ক ও লিংক সড়ক গুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অবৈধ নছিমন, করিমন, মুড়িরটিন, মোটরসাইকেল, ট্রলি-ট্রাক্টর চলাচল। সড়কে এসব যানের উপস্থিতি গণমানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে। এসব পরিবহনের রুট পারমিট না থাকলেও সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের চোখের সামনে অবৈধ এসব যানের অবাধে চলাচলে কার্যকর পদক্ষেপ গ্রহন না করা সহ প্রশাসনের নীরব ভূমিকায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। মহাসড়কে তিন চাকার যানবাহন (থ্রি-হুইলার) চলাচল নিষেধ থাকলেও পুঠিয়া হতে তৌকিয়া ঢালান ও পুঠিয়া-বানেশ্বর-বেলপুকুর-কাপাশিয়া পর্যন্ত মহাসড়কে অবাধে চলছে এসব অবৈধ যানবাহন। এসব যানবাহনের জন্য দূরপাল্লার দ্রতগতির যানবাহনের ধীর গতি ও দুর্ঘটনার শিকার হতে হয়।
তবে পুলিশ বলছে, মহাসড়কে তিন চাকার ও অবৈধ যানবাহন চলার কোন সুযোগ নেই তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু নিষিদ্ধ যানবাহন চলাচল করে আমরা এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।
সরেজমিনে প্রতিবেদন করতে গিয়ে দেখা গেছে, উপজেলার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে ইজিবাইক। যত্রতত্র যাত্রী তোলা হচ্ছে রাস্তার ওপরেই। ইজিবাইকের গতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্যান্য যানবাহনের তুলনায় দূর্বল হওয়ায় এসব বাহন ধীরগতিতে চলে। এতে অন্যান্য যানবাহন স্বাচ্ছন্দে চলাচল করতে পাছে না। অনেক জায়গায় দেখা গেছে, শিশু-কিশোররাও ইজিবাইক ও থ্রি-হুইলার চালাচ্ছে। এমন দু-তিনজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি চালানোর সঠিক নিয়ম-কাননও জানা নেই। ট্রাফিক আইন ও নীতিমালা সম্পর্কে নাই কোনো ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্য মোঃ রেজাউল ইসলাম জানান, তিন চাকার ও অবৈধ যানবাহন চলার কোন সুযোগ নেই তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু নিষিদ্ধ যানবাহন চলাচল করে আমরা এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের উদ্দ্যেশ্য মামলা দেয়া নয় বরং নিরাপদ সড়ক ও নিরাপদ যানবাহন নিশ্চিত করাই আমাদের লক্ষ্যে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply