রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— ২১ আগস্ট ১৫তম শোক দিবস উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগস্ট বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা যুলীগের সাধারন সম্পাদক শেখ কামাল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন।
এসময় আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খোকন ভূঁইয়া, সাধারন সম্পাদক মো: ফারুক খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রোমানা মোশারফ, উপজেলা সেচ্ছাস্বেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে ২১ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সমানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেসে গ্রেনেট হামলায় প্রয়াত রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়েছিল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply