শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে আজিজুল ইসলামঃ— সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাজা ও প্রাইভেট কার সহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের মহিবুর রহমানের ছেলে নূর বিলাস (২২) ও একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ আমির আলী (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জয়নাল আবেদীন, এস আই আলাউদ্দিনের নেতৃত্ব পুলিশ সদস্যরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের আস্তমা রাস্তার সামনে থেকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে এই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply