বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ (রবিবার) সকালে জুম অ্যাপের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে।
আরও পড়ুনঃ নগরীর জলাবদ্ধতা নিরসনে সবকিছু করা হবে–তালুকদার আব্দুল খালেক
খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরিফী, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিযোগিতার বিষয় ছিলোঃ ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত। অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগিরা বিভিন্ন গ্রুপে স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply