রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে মোঃ তুহিন হোসেনঃ— আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) জনদুর্ভোগ দূর করতে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পূর্বে ১ দিনের সময় দিলেন ঈশ্বরদী উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। বুধবার সকাল ১১ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়াতে অভিযানের পূর্বে সতর্ক করে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। অভিযানের আগে অবৈধ দোকান মালিকদের দোকানের মালামাল সরানোর জন্য ১ দিনের সময় দেওয়া হয়েছে। দোকানিরা অবৈধ জায়গার মালামাল ১দিনের মধ্যে সরানোর পর শুরু হবে উচ্ছেদ অভিযান। এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল বলেন, ‘সারাদেশের মতো ঈশ্বরদীর দাশুড়িয়ার হাইওয়ে রাস্তার আশেপাশে ও হাট-বাজারের মধ্যে সকল সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই অভিযান নিয়মিত চলবে।
যারা নিজ ভূমির নির্দিষ্ট অংশের বাইরে ঘর ও স্থাপনা অবৈধভাবে গড়ে তুলে ব্যবহার করছিলেন, তাদের কাছ থেকে সরকারি সম্পত্তি উদ্ধার ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হবে। অভিযানের আগে সবাইকে সতর্ক করা হয়েছে ও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বারবার সতর্ক করার পরও দখলদাররা অবৈধ স্থাপনা যদি না সরান সরকারী লোক এগুলা উচ্ছেদ করতে বাধ্য হবে। এ ব্যাপারে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার কে অবৈধ স্থাপনা যারা গড়ে তুলেছে তারা যেন নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেয় কথাগুলা তাদের বলে দিতে বলেছেন। এসময় উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউপি সদস্যদের আনোয়ারুল ইসলাম ডাবলু, আনিছুর রহমান ও সকল সদস্যবৃন্দ ও ভূমি কর্মকর্তা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply