শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— আইনের শাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাস, মাদক, দুর্নীতি, জুয়া প্রতিরোধ করতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্ম-বর্ণের মানুষকে এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর সদরে অবস্থিত দুর্গা মন্দিরে শ্রী শ্রী সারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তিনি শ্রীপুর পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি হরি নারায়ন চৌহান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিকসহ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই। যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে। এটি তার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে সারদীয় শুভেচ্ছা বিনময় করেন।
এসময় বিএনপির ওই নেতার সাথে ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি থানা বিএনপির সদস্য মশিউর রহমান খান টিটু, গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুল, পৌর শ্রমিকদলের সভাপতি আলম হোসেন ভুঁইয়া, পৌর যুবদল নেতা ময়েজ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা রাসেল সরকার, ছাত্র নেতা রানা প্রতাপ, আনোয়ার হোসেন, ফারুক ভুঁইয়া, নেতা আহসান উদ্দিন, সেলিম রেজা প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply