বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) থেকে অলি আহম্মেদঃ বরগুনার বেতাগীতে ২১ থেকে ২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ‘২০২০ সফল করতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে গতকাল সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সহ জনপ্রতিনিধি শিক্ষক, পুলিশ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জেলে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় মাইকিং, ব্যানার ফেষ্টুন প্রদর্শন, পোনা অবমুক্ত করণ, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইলকোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শসেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শন, চাষী ও সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এসব কর্মসূচি সফল করতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply