বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— কোমলমতি শিশু শিক্ষার্থীদের লক্ষ করে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন “আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধর তাই এখন থেকেই তাদের দিকে খেয়াল রাখতে হবে, ভাল করে গাইড লাইন দিতে হবে। তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১৭ নং সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন এখন থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোমলমতি এই শিশু শিক্ষার্থীদের প্রতি নজর দিতে হবে। আর তিনি বিশেষ করে শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে আসার অনুরোধ করেন এবং এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের নজর রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আমরা চাই একটি সুন্দর ও সার্বজনীন যে প্রাথমিক শিক্ষা এটা যেন আমাদের প্রতিটি বাচ্চা গ্রাহন করতে পারে এবং আমাদের দেশকে আরও সমৃদ্ধির দিকে বিশেষ করে আমরা যে ভবিষ্যতে উন্নত দেশ হবো সে উন্নত দেশে তারাই নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, অর্থ মন্ত্রনালয়ের কর কমিশনার মোঃ সোয়াইব আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ সুুপ্রীম কোর্ট’র আইনজীবি এম এ হালিম মন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র সচিব আ ফ ম বাহারুল আলম, রাজাপুর ইউএনও মোঃ সোহাগ হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় শুধিজন ও সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply