বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ র্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও ৭জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র, গণ বিশ্ববিদ্যালয় ও এর সহযোগী সংগঠন।
আজ সকাল ৯.৩০ ঘটিকায় র্যালী নিয়ে পিএইচএ ভবনের সামনে জড়ো হয় গণ বিশ^বিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস্ এর কর্মী-শিক্ষক-শিক্ষার্থীরা। সেখানে মানববন্ধন করেন তারা। এরপর পিএইচএ ভবন মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা-এর সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নাসিমা আক্তার হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের মানবসম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন। অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেন মুক্তিযোদ্ধা ভানু খাতুন, রাহেলা খাতুন, ছামেনা খাতুন, ইরা কর, গীতা মজুমদার, পদ্মা রহমান এবং কল্পনা।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply