মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
আজকের দিগন্ত বিজ্ঞান ও প্রযুক্তিঃ— প্রেগনেন্সি টেস্ট কিট কেনার ঝামেলা just ভুলে যান। বর্তমান প্রযুক্তির জগতে এবার স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কিনা। জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা স্মার্টফোনের জন্য তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর। যার সাহায্যে খুব সহজেই ডায়বেটিস, প্রেগনেন্সি সহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে।
স্মার্টফোনের এই সেন্সর বডি ফ্লুইড, রক্ত, ইউরিন, লালা, ঘাম এবং নিশ্বাসও পরীক্ষা করতে পারবে।
এমন কী, এই সেন্সরের সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে তা জানিয়ে দেবে আপনার পার্শ্ববর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের হদিশও। সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে এই সেন্সর। যা কিনা প্রযুক্তির জমানায় বেশ আধুনিক বলেই দাবি করছেন গবেষকরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply