বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ আপনি যদি ১০ হাজার টাকার দামের নীচে ভাল স্মার্টফোন খোজে থাকেন, তাহলে সেক্ষেত্রে সম্প্রতি বাজারে এসেছে করেছে কয়েকটি স্মার্টফোন৷ স্যামসাং, Realme, ও ইনফিনিক্স ব্র্যান্ডের৷
কম টাকায় ভাল স্মার্টফোন দরকার হলে এই খবর আপনার জন্য খুবই প্রয়োজনীয়৷ একাধিক সংস্থা আগস্টে তাদের নতুন স্মার্টফোন মডেল বাজারে এনেছে৷ ট্রেন্ডে দেখা যাচ্ছে, প্রিমিয়াম স্মার্টফোনের থেকে দেখা যাচ্ছে কম দামে বা ১০ হাজার টাকার নীচে দামের স্মার্টফোন কেনার দিকে ঝুঁকছেন অনেকেই৷
Samsung Galaxy M01 Coreঃ আপনি যদি স্যামসাং-ভক্ত হন, সেক্ষেত্রে স্যামসাংও ১০ হাজার টাকার নীচের স্মার্টফোন বাজারে এনেছে৷ অ্যান্ড্রয়েড ১০, স্মার্ট রিপ্লাই, জেসচার নেভিগেশনের মতো ফিচার পাবেন৷ ৫.৩ ইঞ্চির HD+ ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি সাপোর্টও করবে৷ ৮ মেগাপিক্সেল মেন ক্যামেরা ও ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ ফোনটির 1GB/16GB মডেলের দাম ৫ হাজার ৪৯৯ টাকা ও 2GB/32GB মডেলের দাম ৬ হাজার ৪৯৯ টাকা৷
Realme C11ঃ একেবারে নতুন বাজারে এসেছে এই স্মার্টফোনটি৷ ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা খুবই ভাল৷ ব্যাটারি ব্যাক-আপ ভাল৷ দুর্দান্ত রঙের মডেলও পাবেন৷ এই ফোনটির দাম ৭ হাজার ৪৯৯ টাকা৷
Infinix Smart 4 Plusঃ ইনফিক্স-এরও ১০ হাজারের নীচে কয়েকটি মডেল বেশ সাড়া ফেলেছে বাজারে৷ এর মধ্যে সাম্প্রতিকতম মডেলটি হল Infinix Smart 4 Plus৷ রিভিউ বলছে, ব্যাটারি ব্যাক-আপ বেশ ভাল৷ ৩জিবি র্যাম, ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১০, ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে৷ ডুয়াল ক্যামেরার এই ফোনে পাচ্ছেন ১৩ মেগাপিক্সেল মেন সেন্সর ও একটি সেকেন্ড ডেপ্থ সেন্সর৷ সেলফি-র জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা৷ ফোনটির দাম ৭ হাজার ৯৯৯ টাকা৷
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply