বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ— আবারও ভারত সফরে আসছেন ব্রিটেনের যুবরাজ চার্লস। গত দু’বছরে এই নিয়ে দ্বিতীয় বার। আগামী ১৩ নভেম্বর দু’দিনের জন্য ভারতে আসছেন তিনি। সোমবার তাঁর দফত থেকে এমনই ঘোষণা করা হল। বিদেশ মন্ত্রী এবং কমনওয়েলথ বিভাগের অনুরোধেই যুবরাজ চার্লস ভারতে আসছেন বলে জানা গিয়েছে। ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়ে দিল্লিতে মোদী সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা তাঁর।
অন্য দিকে, রানি এলিজাবেথের হাত থেকে পরবর্তী কমনওয়েলথ-এর দায়িত্ব নিতে চলেছেন ব্রিটিশ সিংহাসনের দাবিদার চার্লস। সেই নিয়ে আগামী বছর রোয়ান্ডায় কমনওয়েলথ দেশগুলির বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ আরও ৫২ দেশের প্রধান তাতে যোগ দেবেন। তার আগে চার্লসের ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ– তৃণমূল ক্ষমতায় থাকতে এ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হবে নাঃ মমতা
কারণ কমনওয়েলথ-এ নেতৃত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে ব্রিটেনে। ১৯৫২ সাল থেকে কমনওয়েলথ-এ নেতৃত্ব দিয়ে আসছেন রানি এলিজাবেথ। সেই দায়িত্ব যুবরাজ চার্লসের হাতে তুলে দিতে ইচ্ছুক তিনি। কিন্তু তাতে বাদ সেধেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। কমনওয়েলথ-এর বাগডোর শুধুমাত্র রাজপরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রতিটি দেশকে দফায় দফায় সুযোগ করে দেওয়া উচিত বলে ইতিমধ্যেই দাবি তুলেছেন তিনি।
কমনওয়েলথএ নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে তাই রাজ পরিবারের কাছে ভারতের সমর্থন গুরুত্বপূর্ণ। তাই সব দিক বিবেচনা করেই চার্লস ভারত সফরে আসছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।
এর আগে, ২০১৭ সালের নভেম্বরে সস্ত্রীক ভারতে এসেছিলেন যুবরাজ চার্লস। তাঁর হাত দিয়ে চিঠি পাঠিয়ে ২০১৮-য় কমনওয়েলথ দেশগুলির বৈঠকে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রানি এলিজাবেথ। এ বার দশমবারের জন্য ভারতে আসছেন চার্লস।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply