মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
পাবনা থেকে তুহিন হোসেনঃ আল-নূর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০টি কম্বল ও ৫০ টি জ্যাকেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ ঘটিকায় দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-নূর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক একে এম সাখাওয়াতুল্লাহ (সাঁদ) । তিনি তার বক্তব্যে বলেন আমি যেন আল-নূর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর সকল দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে যেন আমার এই ছোট্র উপহার তাদের মাঝে পৌঁছে দিতে পারি এবং এর চেয়ে বেশী কিছু দিতে পারি সেই চেষ্টায় করবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার। তিনি বলেন শীতার্থদের মাঝে যেন প্রতি বছর আল-নূর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে তারা যেন এই কর্মসুচী অব্যাহত রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মজিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আল-নূর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, শামসুল হুদা ডিগ্রী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাইফুদ্দীন, খিদিরপুর ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আতাউর রহমান,হাজী ইউনুছ আলী মালিথা, আলহাজ্ব রকিব প্রাং, আলহাজ্ব আবুবকর প্রাং, আলহাজ্ব জমসেদ আলী, দেলোয়ার হোসেন ডিলু, মাওলানা আব্দুল আজিজ, আনোয়ার হোসেন বাচ্চু, মোস্তাক আহমেদ ইব্রাহীম প্রাং ও মকলেছুর রহমান সহ গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ। অত্র স্থানের সকলে মিলে শীতার্থদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানটি বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply