বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— বে-আইনিভাবে বন্ধ ঘোষিত ডুকাটি এ্যাপারেলস লিঃ এর শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পিচ রেট (মজুরী) বৃদ্ধি ও বে-আইনিভাবে বন্ধ ঘোষিত কারখানা খুলে দেয়ার দাবীতে সাভারের আশুলিয়ায় অবস্থিত ডুকাটি এ্যাপারেলস লিঃ শ্রমিকদের প্রতীক অনশন পালিত হয়।
আরও পড়ুনঃ বর্ণাঢ্য আয়োজনে ইবিতে লোক প্রশাসন দিবস পালিত
আজ ৪ মার্চ ২০২০ইং সকাল প্রায় ১০ ঘটিকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ অনশন কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসুচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ সাধারন সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম।
আরও পড়ুনঃ তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে ১২টি মাছ ধরার ট্রলার আটক
এসময় বক্তারা বলেন, আশুলিয়ায় অবস্থিত ডুকাটি এ্যাপারেলস লিঃ কারখানায় প্রায় ৬০০জন শ্রমিক দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে কিন্তু কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে শ্রম আইন অনুযায়ী পিচ রেট (মজুরী) বৃদ্ধির আশ^াস দিয়েও তাহা বাস্তবায়ন করা হয় নাই। শ্রমিকরা আরও বলেন, ২০.০২.২০২০ইং তারিখে শ্রম আইন অনুযায়ী তাদের পিচ রেট (মজুরী) বৃদ্ধিও দাবী করায় ২৪.০২.২০২০ইং তারিখে কারখানা কর্তৃপক্ষ বে-আইনিভাবে বন্ধ ঘোষনা করে যাহা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ বিধান মোতাবেক অসৎ শ্রম আচরণের সামিল। তারা অনতিবিলম্বে ডুকাটি এ্যাপারেলস লিঃ কারখানাটি দ্রæত খুলে দেয়ার জোর দাবী জানান।
আরও পড়ুনঃ চলনবিল ডিজিটাল সিটি সেন্টারে কর্মসংস্থান হবে ২০ হাজার তরুন তরুণীর
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হালিম, সহ সাধারন সম্পাদক সামিউল ইসলামসহ বিভিন্ন ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply