শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ করোনাকালীন সামাজিক দুরত্ব বজায় রেখে আশুলিয়ায় পালিত হলো যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১১ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে এবং আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।
এরপরে যুবলীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির স্মরণে তার আত্মজীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে এবং বিশেষ দোয়া মুনাজাত করা হয়। সার্বিক সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়ার।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবলীগের সভাপতি মোঃ শফিউল আযম বারকু এবং সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য মোঃ সালাউদ্দিন সরকার, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ ইলিয়াস হোসেন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন খাঁন জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আমজাদ, মোঃ কানন মোল্লাসহ আরো অনেকে।
এছাড়া ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকারের নিজ অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার প্রদানসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply