মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
আশুলিয়া থেকে আবুল কাশেমঃ ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহস্পতিবার (০৯/০৫/২০২৪ইং) দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা সরকারী খাস জমি (যা বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ (দশ) কোটি টাকা) উদ্ধার করেছেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ আশরাফুর রহমান,।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারী খাস প্রায় ৩০ শতাংশ জমি দখল করে রেখেছিলেন। পরে ঢাকা জেলা প্রশাসকর উদ্যোগে তিনি ওই জমি দখল মুক্ত করেন। পরে সেখানে একটি সরকারী সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এই সম্পত্তির উপর নির্মাণকৃত সকল অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট । তিনি আরও বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্নজনের দখলে থাকা সকল সরকারী সম্পত্তি দখলমুক্ত করা হবে।
এসময় আশুলিয়া রাজস্ব অফিসের কানুনগো মোঃ হাবীবুল্লাহ খান ও সার্ভেয়ার মোঃ আবু বকর ছিদ্দিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply