বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদক :—- প্রতি বছরের ন্যায় এ বছরও সাভারের আশুলিয়া বাইপাইলস্থত বিএনসিসি ট্রেনিং গ্রাউন্ডে বিএনসিসি অধিদপ্তর কর্তৃক গত ৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ হতে ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত মোট ১২ দিন ব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮-২০১৯ অনুষ্ঠিত হয়।
বুধবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ইং তারিখে সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠানে কুচকাওয়াজের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহন করেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: আকবর হোসেন এএফডব্লিউসি, পিএসসি, জি+।
এসময় ক্যাডেটদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনসিসি’র ক্যাডেটদেরকে দেশের ভবিয়্যৎ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বিএনসিসির শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান । সেইসাথে বিএনসিসির তরুন সদস্যদের মাধ্যমে এ দেশের চলমান উন্নয়ন আরো বেগবান করতে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন।
১২ দিন ব্যাপি এ সেন্ট্রাল ক্যাম্পিং এ দেশের ২২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩৯ জন ক্যাডেট এবং ২৫৫ জন সামরিক ও বেসামরিক কর্র্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। প্রতি বছর দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে আগত বিএনসিসি অধিদপ্তরের সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নেতৃত্বের গুনাবলী বিকাশ ভ্রাতৃত্ববোধ ও দেশাত্ববোধ সৃষ্টির লক্ষে সেন্ট্রাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
কুচকাওয়াজে এসময় উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন খান পিএসসি, জি সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথিকে বিএনসিসির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply