শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজে সাভার হাইওয়ে থানা আয়োজনে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে এক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর প্রায় ১২টায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজের নবম ও দশম শ্রেণী কক্ষে সাভার হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহেল বাকী’র নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৭১ সদস্যের মোটরকারর্যালি বেনাপোল চেকপোস্টে
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ সামাজিক অপরাধ আমাদের দেশের প্রধান সমস্যা। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। মাদক এবং সন্ত্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ ও যৌতুকের মত জঘন্যতম সামাজিক অপরাধসহ সব রকমের অন্যায় ও অপরাধ মোকাবেলায় ছাত্র-ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, শুধু পুলিশ ও প্রশাসনের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে দেশকে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে নিরাপদ থাকা যাবেনা। তোমাদেরকে একযুগে এগিয়ে আসতে হবে। তোমরাই সমাজে আলো ছড়াবে।
আরও পড়ুনঃ মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশ মেমোরিয়াল-ডে উৎযাপিত
এসময় উপস্থিত ছিলেন, সার্জেন্ট মোঃ রুবেল হাসান, এ এস আই মোঃ আল আমিনসহ আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply