বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদক:— আশুলিয়ার আউকপাড়া এলাকায় ৩০ মার্চ রোজ শনিবার যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে পাষণ্ড স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আহত ওই গৃহবধুর নাম নাসরিন বেগম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত আটমাস আগে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চরলনসিয়া গ্রামের হাকিম উদ্দিনের মেয়ে নাসরিনের সাথে আশুলিয়ার আউকপাড়া এলাকার আফাজ উদ্দিনের বখাটে ছেলে জুয়েল এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে তিন লক্ষ টাকা যৌতুক নেয় স্বামী জুয়েল।
আবারও তিন লক্ষ টাকা যৌতুকের দাবিতে শনিবার রাতে ওই গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী জুয়েল, শাশুড়ী অলিদা ও শ্বশুর আফাজ উদ্দিন। এক পর্যায়ে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে দেয় স্বামী জুয়েল। পরে ওই গৃহবধূ ঘন্টা দুয়েক পরে জ্ঞান ফিরে পেলে পথচারীরা তার গোঙ্গানী শুনে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply