বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান :— সাভার উপজেলার আশুলিয়ায় কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শিরিনা আক্তার (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
আরও পড়ুনঃ আশুলিয়ায় নিজ ঘর থেকে দম্পতি স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে সিপিসি-২, র্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেন। শিরিনা আক্তার টাঙ্গাইল জেলার সখীপুর থানার আব্দুস সামাদের স্ত্রী। সে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।
আরও পড়ুনঃ যমুনা নদীর হার্ডপয়েন্টে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তাফা জানান, ৫১০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল সেট, ১টি প্যাকিং মেশিন, ১টি ছোট ওজন মাপার মেশিনসহ নারী মাদক ব্যবসায়ী শিরিনা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply