বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন অবস্থিত আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু জানান, রাত প্রায় ৮টা ১০ মিনিটে হঠাৎ প্রেসক্লাব চত্ত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ঘটনার কারণ জানতে চেষ্টা করেন। প্রেসক্লাবের সামনে দাড়িয়ে থাকা সময় টিভির সাংবাদিক মোজাফফর হোসেন জয়ের ব্যক্তিগত গাড়ির নিচে আবারো একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে উপস্থিত সাংবাদিকরা আতঙ্কিত হলেও এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত প্রেসক্লাব চত্ত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করি। এবং তদন্ত করে ঘটনার বিস্তারিত কারণ জানানো যাবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply