বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগ ও এম. আই. সিমেন্টের যৌথ উদ্যোগে বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইন্টার্ন সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ৩১৩ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ইবিতে শিক্ষক সমিতির ভোটগ্রহণ সম্পন্ন
এসময় ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিনের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ক্রাউন্ট সিমেন্টের রিসার্চ এন্ড প্লানিং বিভাগের ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান।
আরো উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আলীনুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার। এছাড়াও বিভাগের স্নাতক (সম্মান) সম্পন্ন করা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক কে এম শরফুদ্দিন।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় গোপালপুর ধূলট চর এলাকায় ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষার কেন্দ্রের দাবি
উল্লেখ্য, ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রাম শেষে ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে এম আই সিমেন্টের এর অধীনে ‘বিজনেজ রিসার্চ অন ব্রান্ড ইকুয়িটি’ শিরোনামে দীর্ঘ তিনমাস ধরে তারা কাজ করে আসছে। আজ তাদের সনদ প্রদান করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply