বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শনিবার (৭ই মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
আরও পড়ুনঃ রেইনবো মেধাবৃত্তি পরিক্ষার পুরষ্কার বিতরণ ও রেইনবো সম্মাননা ২০২০ সম্পন্ন
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যূরালের পাদদেশে এসে মিলিত হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মাঝে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান।
সভায় বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতির ম্যাগনাকার্টা হিসেবে পরিচিত। এ ভাষণ বাঙালি জাতির অনন্তকালের বাতিঘর। মহান স্বাধীনতা সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়ে হয়েছিল এই ভাষণের মাধ্যমেই। বঙ্গবন্ধুর এই ভাষণ হৃদয়ে ও চেনতায় ধারণ করলে বাঙালি জাতি কখনোই পথভ্রষ্ট হবেনা। এছাড়াও কোন প্রকার দুঃখ, দুর্দশায় নিমজ্জিত হবেনা।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply