বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিপ্লব তার্কি প্রিন্স আহবায়ক ও ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৭ শিক্ষাবর্ষের মুখলেসুর রাহমান সুইটকে যু্গ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, পিনাক মন্ডল, নাহিদ হাসান, আতাউর রহমান, স্মৃতিকণা দাস, রাইস রিজিয়া, স্বপন টপ্য, ফুয়াদ হাসান, সাগর আলী, আনােয়ার হােসেন শিশির, মবিন আলী ও আরাফাত রহমান।
আরও পড়ুনঃ– দারুচিনি বিভিন্ন ব্যাথা উপশমের জন্য ম্যাজিক
সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন।
উল্লেখ্য, গ্রীন ভয়েস পরিবেশ সচেতন ছাত্র-যুবকদের একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনা বাড়াতে, কার্যকর পদক্ষেপ নিতে সারা দেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের খেলার মাঠ, পার্ক, নদী-নালা, প্রাকৃতিক সম্পদ,উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য আন্দোলন, তরুণদেরকে পরিবেশ রক্ষায় উৎসাহী, পরিবেশ সচেতন তরুণ সমাজ, টেকসই উন্নয়ন, পরিবেশ-বান্ধব দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply