বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বেকারত্ব দূরিকণে পতিত জমি ব্যবস্থাপনায় ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ধর্মতত্ত্ব অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে আল-হাদীস এন্ড ইসলমিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষণারতত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন মোঃ শফিকুল ইসলাম। এসময় গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেন আল-হাদীস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন, অধ্যাপক ড. জাকির হুসাইন ও অধ্যাপক ড. আকতার হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, ‘বাংলাদেশে অনেক পতিত জমি রয়েছে। এসব পতিত জমি ব্যবস্থাপনা এবং পতিত জমির মাধ্যমে বেকার সমস্যার সমাধানে এই গবেষণা ভিন্নরূপ লাভ করবে। আর এই পতিত জমি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত রাষ্ট্রে পরিণতহবে।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply