রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের কৃত্বিত্বের জন্য হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি ও সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১০৩ নং কক্ষে শিক্ষাবৃত্তি -২০১৮ প্রদান র্কা হয়।
জানা জায়, শিক্ষাবৃত্তিটি মোট দুই শ্রেণিতে দেওয়া হয়। অনার্স (সম্মান) শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আবুল কাশেম ও তাহমিনা খাতুনকে হাবিব আর রহমান শিক্ষাবৃত্তি । অনাস (সম্মান) প্রথম থেকে চতুর্থ বর্ষের প্রথম স্থান অধিকারীদের সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। চতুর্থ বর্ষের ছাত্র আবুল হাশেম, তৃতীয় বর্ষের ছাত্রী তাছলিমা তানজিম, দ্বিতীয় বর্ষের ছাত্রী যথাক্রমে ফারহানা সুলতানা ও নাঈমা পারভীন এবং প্রথম বর্ষের ছাত্রী হানিফা খাতুনকে সাহেদা খানম-সরওয়ার মুর্শেদ শিক্ষাবৃত্তিটি প্রদান করা হয়েছে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিব আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. রশিদুজ্জামান।
অনুষ্ঠানে উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বৃত্তিতে টাকার অংক দেখলে হবেনা এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হয়। যারা বৃত্তি পেলেন এবং দিলেন তাদের সবাইকে অভিনন্দন।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply