রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশের বেসরকারী স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের দশম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের ১১৬ নং কক্ষে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
আরও পড়ুনঃ ৫ ঘন্টা ব্যাপী আবর্জনা পরিস্কার করলো ইবি তারুণ্য
এর আগে সকাল ১০ টায় মোহনা টেলিভিশনের ১০ বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মিলনায়তনে এসে মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল, মোহনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘মোহনা টেলিভিশন বাংলাদেশের বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর মধ্যে অন্যতম একটি। ইতোমধ্যে চ্যানেলটি প্রসিদ্ধ চ্যানেল হিসেবে খ্যাতি লাভ করেছে। মোহনা টেলিভিশন মহান মুক্তিযুদ্ধের অসাস্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের সঞ্চারে প্রতিষ্ঠিত হয়েছে।’
উল্লেখ্য, মোহনা টিভি বাংলাদেশের একটি বেসরকারী স্যটেলাইট টিভি চ্যানেল। সংবাদ ও বিনোদন নির্ভর এই চ্যানেল ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে ২০১০ সালের ১১ নভেম্বর কামাল আহমেদ মজুমদারের হাত ধরে পথচলা শুরু করে। ইতোমধ্যে চ্যানেলটি দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply