বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা-১৪২৬ উদযাপিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিশ^বিদ্যালয়ের টিএসসিসিতে এর আয়োজন করে ইবি সরস্বতী পূজা উদযাপন পরিষদ।
জানা যায়, এদিন সকাল ১১টায় দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমার জোয়ারদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। অনুষ্ঠানের ধর্মালোচক ছিলেন গৌরাঙ্গ সংঘের কেন্দ্রীয় সভাপতি বিকাশ চন্দ্র বসু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোয়ার্দ্দার, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায় প্রমুখ। ইবি শিক্ষার্থী প্রিয়াঙ্কা কুন্ডু ও শুভ্র সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কেয়া বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘দেবীদের মধ্যে অন্যতম বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতী। দেবী সরস্বতীকে আমরা বিনাপাণি মনে করি। এই দেবী শিক্ষার প্রেরণা যোগায়। জ্ঞান উদ্ভাবন ও সৃষ্টিশীলতা কখনো উপসংহারে পৌছায় না। এটি চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে দেবী সরস্বতীর মাধ্যমে।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply