বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক-প্রশাসন বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার করিডরে এ উৎসব শুরু হয়।
বিভাগ সূত্রে, পিঠা উৎসবে বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এসময় প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর গিয়াস উদ্দিন, প্রফেসর ড. মুন্সী মুর্তজা আলীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ প্রবীণ রাজনৈতিকবিদ জহির আহমদ চৌধুরীর সহধর্মিণীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন
উৎসবে হৃদয় হরণ, বিবি খানা, পাটিসাপটা, দুধ পুলি, গোলাপ, বরফি, নকশি, পাকান, ভাপা পুলি, মাছ পিঠা, ব্যান্ড পিঠা, পাঁচতারা, জর্দার বরফি, চিংড়ি, দুধ চিতই ও খেজুর পিঠাসহ প্রায় ১২৮ রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন বড় আয়োজন আমাদের বিমোহিত করেছে। আমাদের ভিতরে লুকায়িত পিঠার জন্য যে অজানা আকুতি সেটা পুরণ করেছে লোক প্রশাসন বিভাগ। এই পিঠা উৎসবের আয়োজনে আসতে পেরে আমরা কৃতজ্ঞ।
আগামী ৩ মার্চ লোক প্রশাসন দিবস পালিত হবে। এ উপলক্ষে ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে লোক প্রশাসন বিভাগ। কর্মসূচির তৃতীয় দিনের অংশ হিসেবে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply