বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ–– ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় ৫ তলা ভবনের এ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়াও প্রক্টর অধ্যপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাাপ্ত) আলিমুজ্জামান টুটুল এবং ভারপ্রাপ্ত প্লানিং ডিরেক্টর আলী হাসান সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘শুধুমাত্র বিল্ডিং দিয়ে স্কুল কলেজর উন্নয়ন হয়না। ভবিষ্যত বাংলাদেশে অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তববায়নের অতন্দ্র প্রহরী হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এজন্য শিক্ষকদের প্রতিদিন নিজেদেরকে উন্নয়নের জন্য ঢেলে সাজাতে হবে।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply