মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী মুর্তজা আলীর লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে ‘তবু তো ফাগুন আসে’ বইটির মোড়ক উন্মোচন অনুুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ইবিতে মোহনা টিভির দশম বর্ষপূর্তি উদযাপন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসাইন ও অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এসময় উপাচার্য বলেন, ‘তার লেখা তবু তো ফাগুন আসে বইটিতে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। আমি তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আশা করি কাব্যগ্রন্থটি পাঠক সমাজে সমাদৃত হবে।’
আরও পড়ুনঃ জেল হত্যা দিবস উপলক্ষ্যে ইবিতে শোক র্যালি
উল্লেখ্য, তবু ফাগুন আসে বইটি মুন্সী মুর্তজা আলীর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বইটিতে ৫২টি কবিতা আছে । কবিতাগুলো প্রেম-ভালবাসা আবেগ অনুভুতি জাগ্রত করার বিষয় নিয়ে লেখা হয়েছে। এর পূর্বে তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে মোহন জালের জলে, এটি তার লেখা প্রথম কাব্যগ্রন্থ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply