বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
ঈশ্বরদী (পাবনা) থেকে তুহিন হোসনঃ জলাবদ্ধতা মানেই চরম জনদুর্ভোগ৷ আর এই দুর্ভোগের স্বীকার হয়েছে সাড়া ঝাউদিয়া এলাকার বাসিন্দারা, ও ঘর/বাড়ি ও ফসলি জমি জলবদ্ধতা রয়েছে। ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাউদিয়া ৭নং ওয়ার্ড এলাকাবাসীর ১৫০০ বিঘা সম্পত্তি রয়েছে, বসতবাড়ি ও সকল প্রকার চষাবাদ। অতি বৃষ্টির কারণে ঝাউদিয়া, পানহাটপাড়া, দেওয়ানপাড়া সাড়া গোপালপুর পশ্চিমপাড়া এলাকা গুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে বর্তমানে ২৫০ টি পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। ফলে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছে।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণ ঠেকাতে ইবি ছাত্রলীগকর্মী নাঈমের সচেতনতামূলক কার্যক্রম
এলাকার বাসিন্দারা আব্বাস আলী, ইকবাল, হাবী, ফেরদৌস বলেন ইতোপূর্বে নান্নু মিস্ত্রীর বাড়ির নিকট ০১টি এবং হামজার বাড়ির নিকট একটি কালভার্ট ছিল এই কালভার্ট দ্বারা এলাকার সকল পানি নিষ্কাশিত হতো। বর্তমানে এই এলাকার চলাচলকৃত রাস্তা বালুবাহী ট্রাক চলাচলের কারণে কারভার্ট বন্ধ হয়ে যায়, এতে পানি পানি বের না হওয়ার কারণে জলাবদ্ধতা হয়েছে। বর্ষার সময় জমিতে পানি জমে থাকার কারণে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। এই এলাকার প্রতিটি কৃষক এই জমির ফসলের উপর নির্ভর করে এবং সংসার চলে। এমতাবস্থায় ১২/০৭/২০২০ ইং তারিখে এলাকাবাসীরা উপজেলা প্রসাশনের নিকট স্মারক লিপি প্রদান করেন, ফলে উপজেলা প্রশাসন সহকারী ভুমি ম্যাজিষ্ট্যাট মমতাজ মহল সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। উক্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীদের। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা উক্ত স্থানে গিয়ে সেখানকার অবস্থা দেখে আসেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply