বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসনঃ— ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে বেশীরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা অমান্য করায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বিভিন্ন মুদিখানার দোকানে পণ্য মূল্য তালিকা না ঝুলানোর কারণে জরিমানা করেন।
এদের মধ্যে দাশুড়িয়া বাজারের খালেক সু-স্টোর ১ হাজার টাকা, কাপড়ের দোকানে ১ হাজার ও মজিদ স্টোর মালিকের ২০০ টাকা, আরেক মুদির দোকানে ২০০ টাকা জরিমানা আদায় করে সতর্ক করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে স্বেচ্ছায় ধান কেটে দিলেন সোনার বাংলা ব্লাড ব্যাংক, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা
এদিকে দাশুড়িয়া বাজারে সকাল থেকে গার্মেন্টস, থানকাপরসহ বিভিন্ন দোকান এক শাটার খুলে বেচাকেনা করে। ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেলেই মুহুর্তের মধ্যে দোকান বন্ধ হয়ে যায়। আজ বুধবার (২৯ এপ্রিল) তারিখ ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে মুহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের দোকান না খোলার জন্য অনুরোধ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply