বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক কাজী। ঈশ্বরদী উপজেলা বিবাহ রেজিষ্টার সমিতির সভাপতি। বাড়ি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের খাপাড়ায়। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ, কিংবা বিবাহিত সংসার ছেড়ে আসা ছেলে-মেয়েদের নিকট থেকে উচ্চহারে টাকা নিয়ে ভূয়া রেজিষ্টার বইয়ের মাধ্যমে রেজিষ্ট্রি কাজ চালিয়ে আসছিলেন। অবশেষে এই কাজী পুলিশের হাতে আটক হয়ে এবার কারাগারে গেলেন।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিলেন জেলা প্রশাসক
থানা ও এলাকাবাসী সূত্র মতে, করোনা ভাইরাস নিয়ে চলমান দুর্যোগের মধ্যেই গত ২৪ মার্চ মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের ইসরাইল হোসেন খাঁর অপ্রাপ্ত বয়স্ক ছেলে সাজেদুল খাঁর সাথে সাঁথিয়া উপজেলার মোবারক হোসেনের মেয়ে ইভা খাতুনের ধর্মীয় রীতিতে বিয়ে পড়ানো হয়। তবে বর্তমান পরিস্থিতি ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে রেজিষ্ট্রি বন্ধ রাখা হয়। কিন্তু উপজেলার মুলিডুলির কাজী সিদ্দিকুর রহমান ওই বিয়েটি শুক্রবার রেজিষ্ট্রি করে নিজ বাড়ি থেকে বর-কনেকে তুলে দেয়ার জন্য দায়িত্ব গ্রহণ করে। সব ধরণের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের এসআই হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব পন্ড করে দেন। বিয়েটি আইন বহির্ভুত হওয়ার অভিযোগে অভিযুক্ত কাজী সিদ্দিকুর রহমান এবং ছেলের বাবা ইসরাইল খাঁকে আটক করে থানায় নিয়ে যান।
আরও পড়ুনঃ কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার এ ঘটনা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে কাজী ও ছেলের বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব রায়হানের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। সেখান থেকে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুনঃ ভিড় জমাতে নিষেধ করায় পাঁচবিবিতে পল্লী চিকিৎসকে মারপিট
ঈশ্বরদী থানার এসআই মাজেদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ শনিবার (২৮ মার্চ) সকালে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সিদ্দিকুর রহমান কাজী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরণের অবৈধ বিয়ে রেজিষ্ট্রি করে আসছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply