বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
পাবনা থেকে তুহিন হোসেনঃ— লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী গ্রীষ্মকালীন রসালো ফল লিচুর বাগান গুলোতে মুকুল আসতে শুরু করেছে থোকায় থোকায়। গাছের মাথায় সবুজ আর হালকা লাল পাতার মুখে উঁকি দিচ্ছে লিচুর মুকুল দুলছে ফাগুনের মাতাল হাওয়ায়। মৌমাছিরা ব্যস্ত হয়ে উঠেছে মধু সংগ্রহে। গ্রামগঞ্জের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানের গাছে থোকায় থোকায় দুলছে লিচুর এ সোনালি মুকুল। ফাল্গুন মাসের প্রথম থেকেই লিচুর গাছগুলোতে ফুল ও মুকুল ধরছে ব্যাপকভাবে। যে দিকে তাকাই সেদিকে গাছে গাছে শুধু দৃশ্যমান লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা।
বাগান মালিক ও চাষিরা প্রতিদিন সকাল-বিকাল লিচু বাগানের গাছগুলা দেখাশুনা করছে ও যত্ন নিচ্ছে। তবে গত বছরের তুলনায় এ বছর লিচুর বাগানের গাছগুলোতে মুকুল বেশি আসায় বাগান চাষিদের মুখে হাসি ।
ঈশ্বরদী উপজেলায় বিভিন্ন লিচুর বাগান ঘুরে দেখা গেছে, সোনালী রঙের সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। অল্পদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে ফুলে ফুলে। পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলায় প্রতিটি গ্রাম যেন লিচুর রাজ্যে পরিণত হয়েছে। লিচু বাগান মালিক আনোয়ার হোসেনের থেকে জানা যায় গত বছরের চেয়ে এবার বেশী মুকুল প্রতি গাছে গাছে এই বুক ভারা আনন্দ নিয়েই লিচু বাগানের পরিচর্যা করছে বাগান মালিক/চাষীরা এবং বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে পোকামাকড় দমনের জন্য।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply