বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা’ শীর্ষক প্রকল্পের অনুষ্ঠিন উদ্বোধন হয়েছে। যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা তুলে ধরেন যাতে এই উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠী নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে এ লক্ষ্যে এই প্রকল্পের উদ্দেশ্য বলে উদ্বোধণী অনুষ্ঠানে জানানো হয়েছে।
বিভাগীয় শহর বরিশালের হোটেল গ্রান্ডপার্ক এর মিলনায়তনে প্রকল্পের উদ্ভোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চিকিৎক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, এছাড়া বরিশাল বিভাগীয় এবং ভোলা, বরগুনা এবং পটুয়াখালী জেলার সংশ্লিষ্ট কমকর্তাবৃন্দ, ইউকে এইড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘উপকূলবর্তী সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা।এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি তিনি প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানেরআশ্বাস দেন।’
অনুষ্ঠানে সভাপতি মোঃ আব্দুর রহিম বলেন, দেশের প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তিরহার এবং জরুরী স্বাস্থ্যসেবা সমূহের মানউন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এই প্রকল্পের ফলে উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে তিনি আশা করেন। এতে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যজনিত ঝুঁকিহ্রাস পাবে। তিনি এই প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।
যুক্তরাজ্যের দাতাসংস্থা ইউকে এইড এরকািিন্ট্র রিপ্রেজেন্টেটিভ মিস জুডিথ হারবার্টসন বলেন, ‘অঙ্গীকারবদ্ধ উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য স্বাস্থ্যখাতে বাংলাদেশ সরকারকে সহায়তা করে চলেছে। এই প্রকল্প সুবিধাবঞ্চিতদের জন্য অতি প্রয়োজনীয় এবং টেকসই স্বাস্থ্যসেবা প্রদানে স্থানীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এছাড়াও, প্রতিবন্ধীসহ উপকূলীয় অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাব মোকাবেলা করতে এই প্রকল্প সহায়তা করবে।’
এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে পটুয়াখালী, ভোলা এবং বরগুনা জেলার নির্দিষ্ট এলাকার বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার আওতায় এনে স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি সেবার উন্নয়নের একটি টেকসই মডেল নির্ধারণ ও বাস্তবায়ন করা।
উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্বাবধানে ইউকে এইড এর সহযোগিতায় সাড়ে তিনবছর মেয়াদী এই প্রকল্প বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮টি উপজেলায় বাস্তবায়ন করবে। এছাড়াও খুলনা বিভাগের ৩টি জেলার ৭টি উপজেলায় এই প্রকল্প একটি স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply