সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস এম আশরাফুল ইসলাম জয়ঃ— ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ শহরকে মডেলে পরিণত ও শহরকে যানজট মুক্ত রাখতে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামে সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ২০০১ সালের তৎকালীন ক্ষমতায় থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব, আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি। পরবর্তিতে ক্ষমতা পরিবর্তনের পরে ২০০৩ সালে সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালের কাজ শেষ হলে তৎকালিন ক্ষমতায় থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব, ইকবাল হাসান মাহমুদ এমপি ৩০ আগস্ট ২০০৩ সালে শুভ উদ্বোধন করেন। সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালটি মাত্র ৩ মাস বাস চলাচলের পরে হঠাৎ রাতের আঁধারে সিরাজগঞ্জ শহরে অবস্থিত পুরাতন এম এ মতিন বাস টার্মিনালে ফিরে যায়। থমকে যায় ২,১৪,৭০,২৮৩,০০ টাকা ব্যয়ে নির্মাণ করা সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল। ফলে শুরু হয় শহরের যানজট। পোহাতে হয় ভোগান্তি।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় প্রয়াত প্রধান শিক্ষক স্মরণে স্মরণ সভা
এম এ মতিন বাস টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় সিরাজগঞ্জের ঢাকাগামী সকল বাসগুলো বাজার ষ্টেশন, নিউ ঢাকা রোডে কাউন্টার করে বাস চলাচল করায় শহরে যানজটের সৃষ্টি হয়। ফলে মাঝে মাঝে দূর্ঘটনা ঘটে। অপর দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ২,১৪,৭০,২৮৩,০০ টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল বন্ধ হওয়ার ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি।
আরও পড়ুনঃ বাঁশখালীতে ৪০ জন পাঠক সদস্য পেল আইডি কার্ড ও কুরআন শরীফ
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাস টার্মিনালের প্রধান বিল্ডিং এর সিমেন্ট, শুরকি খসে পড়েছে। ল্যাম্পপোষ্টের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। অনেক মালামাল চুরিও হয়েছে। বাস টার্মিনালটির চার পাশের বেস্টনি ভেঙ্গে পড়েছে। পুরো বাস টার্মিনালটি ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। সিরাজগঞ্জ শহরের যানজট নিরসন করার জন্য সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনালটি পুণারয় সংস্কার করে, টার্মিনালটি চালু করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সিরাজগঞ্জের শ্রমিক ও জনসাধারণ ।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ডিসেম্বরে মধ্যে যানজট নিরসন করার জন্য ঢাকা বিভাগের জন্য সিরাজগঞ্জ পৌর আধুনিক বাস টার্মিনাল চালু করা হবে। রাজশাহী বিভাগের জন্য এম এ মতিন বাস টার্মিনাল থেকে গাড়ি চলবে। তখন শহরে আর কোন যানজট থাকবে না।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply