মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) থেকে হাসান জুয়েলঃ দিনাজপুরের বীরগঞ্জের সকল শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি) বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সাথে প্রতি বছর প্রদান করছে এসএসবিডি এ্যাওয়ার্ড। মূলত বীরগঞ্জের উন্নয়ন এবং কল্যাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রদান কমিটির সদস্য একাধিকবার মিটিং করে সকলের আবেদন ও কার্যক্রম বিশ্লেষণ এবং মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে চূড়ান্তভাবে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” কে মনোনিত করে এসএবিডি এ্যাওয়ার্ড-২০২২ এর জন্য।
সোমবার (০৩ জুলাই) বীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আনুষ্ঠানিক উক্ত এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসএবিডির সভাপতি শাহারিয়ার আরাফাত শিহাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগের সঞ্চালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএবিডি এর সম্মানিত উপদেষ্টা মধুমিলন প্রোপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজওয়ানুল হক রেজা, ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি ড. আব্দুল হক হাফিজ, বীরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জনাব এবিএম ফখরুল আলমগীর, ডেপুটি কমিশনার অব কাস্টমস জনাব পায়েল পাশা, এসএবিডির প্রতিষ্ঠাতা ও সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ সমিতির কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, আজমল হক ফাউন্ডেশনের পরিচালক মেহেদি হাসান সজল, এসএবিডি এর সাবেক সভাপতি আল মামুন, মেহেদী হাসান সুজন, আব্দুল্লাহ আল সাঈদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় এসএবিডির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply