বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
আশুলিযা থেকে আবুল কাশেমঃ ঢাকার আশুলিয়ায় বাংলাদেশের শিক্ষা ও আইসিটি সেক্টরে অসামান্য পারফরম্যান্স এবং অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস কর্তৃক সংবর্ধিত ও পুরস্কারে ভূষিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস হল যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা যা বিশ্বজুড়ে অসাধারণ অর্জনগুলিকে সার্টিফাই, যাচাই এবং রেকর্ড করে।
আজ ১০ অক্টোবর সোমবার দুপুরে আশুলিয়ার বিরুলিয়ার দত্ত পাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যারয়ের আন্তর্জাতিক কনফারেন্স রুমে ড. মোঃ সবুর খানকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর পুরস্কার দেওয়া হয়েছে।এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এফবিসিসিআইএর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এ সময় ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের গ্লোবাল সভাপতি ড. দিবাকর সুকুল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইভেন্টে যোগ দেন এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের বাংলাদেশ বিভাগের সভাপতি রওমান শিথা অনুষ্ঠানে যোগ দেন।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার ট্রেজারার মমিনুল হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply