বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের কটিয়াদীতে নারী সাংবাদিক মাহমুদা আক্তার মালা (২৫) উপর হামলা ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধায় মানিকখালী বাজারের এক ঔষধের দোকানে ঔষধ কিনতে গেলে স্থানীয় কিছু নেশাগ্রস্থ যুবক তাকে কিল ঘুষি ও লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সাংবাদিক মাহমুদা আক্তার মালা বাংলাদেশ দৈনিক সন্ধাবানীর পত্রিকার প্রতিনিধি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর মহিলা সম্পাদক। নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য। আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মহিলা সম্পাদক এবং উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন মিলনের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে জরুরি কাজে কটিয়াদীতে আসেন। কাজ শেষ করে মানিকখালী হয়ে বাড়ী ফেরার পথে প্রয়োজনীয় কিছু ঔষধের জন্য মানিকখালী বাজারে আদম আলীর ঔষধের দোকানে যান। সেখানে অনেক লোকের জটকা দেখে তাদের একজনকে কি হয়েছে কৌতুহল বশত জিজ্ঞাসা করতেই প্রতি উত্তরে কি হয়েছে তা আপনাকে বলতে হবে। এই বলে চেচিয়ে উঠেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং সাংবাদিক মাহমুদাকে কিল-ঘুষি মেরে আহত করে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাহমুদা জানান, দোকানের জটলা দেখে কি বিষয় জানতে চাওয়ায় তারা আমাকে কিল ঘুষি মারতে থাকে। হামলাকারীরা নেশাগ্রস্থ ছিল বলে মনে হয়েছে।
কটিয়াদী থানার ওসি এমএ জলিল বলেন, এই ব্যপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি। হাসপাতালে চিকিৎসাধীন আছে জানালে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply