বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় লকডাউনের আওতাভুক্ত সকল গণপরিবহনসহ দোকান পাট বন্ধ রয়েছে। মহাসড়কে চলছেনা কোন ভারী যানবাহন। বিভিন্ন সড়কে দু’একটি রিক্সা ও মোটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। উপজেলার প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ন মোড় সমুহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। যে দু’একটি যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলা ফেরা করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এ সময় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
সহকারী সিনিয়র পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আল মামুন বলেন, সম্প্রতি করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। সরকার তা প্রতিরোধে যথাযথ প্রয়োজনয়ি পদক্ষেপের অংশ হিসেবে এই লকডাউন ঘোষনা করেছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী জানান, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখাসহ নানান উদ্যোগ নিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। করোনার সংক্রমনের বিস্তার রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম সারওয়ার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যরা উপস্থিত ছিলেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply