বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকা হাট-বাজার, দোকানপাট, চায়ের স্টল এবং বিপণিবিতান সমূহ বন্ধ। জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুদির দোকান খোলা রাখা হয়েছে। বুধবার দুপুরে সিংড়ার চৌগ্রাম এবং জামতলির বিভিন্ন স্থানে পরিদর্শনের সময় সাধারণ মানুষের সাথে COVID-19 সংক্রামক ব্যাধি বিষয় সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার।
আরও পড়ুনঃ সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ
তিনি বলেন, টেলিভিশন, পেপার-পত্রিকা, টকশো মাইকিং কিংবা লিফলেট বিতরণ এর মাধ্যমে সব জায়গায় মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করে তোলার প্রয়াস সারাদেশে অব্যাহত রয়েছে। তারপরও দুঃখজনক হলেও সত্যি এদেশের প্রান্তিক শ্রেণীর অধিকাংশ মানুষ বিষয়টা নিয়ে কিছুই জানে না।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে মাক্স-সাবান ও লিফলেট বিতরণ
এমনকি বিষয়টি নিয়ে নুন্যতম ধারণাও নেই। দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। লকডাউন অবস্থায় সকলকেই নিজ বাসগৃহে অবস্থান করতে হবে এবং জনবেষ্টিত স্থান এড়িয়ে চলতে হবে। সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার কোনো বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত সুরক্ষা বিষয়ক পরামর্শ সমূহ মেনে চলায় এই দুর্যোগ প্রতিরোধের একমাত্র অবলম্বন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply