বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভিমলপুরে অবস্থিত টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টারের। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অনেক স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু জাতির এই দুর্দিনে পিছু পা হয়নি মানব সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠান । করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে আইসোলুশন ওয়ার্ড। খাদ্য সামগ্রী নিয়েও অসহায় ও কর্মহিন পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। বেস্টটাওয়ার ফাউন্ডেশন (ইউএসএ) ও ওল্ড রাজশাহী ক্যাডেট্স অ্যাসোসিয়েশনের (ওআরসিএ) এর যৌথ সহযোগিতায় কর্মহিন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন বাবুর নেতৃত্বে প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদুৎ এর তদারকিতে অসহায় মানুষের মাঝে ধারাবাহিক ভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এবিষয়ে (এমডি) ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন বাবু বলেন, দেশের এই সংকট মুহুর্তে খেটে খাওয়া মানুষ গুলো অসহায় হয়ে পড়েছে। রোজগার না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মজীবী মানুষ যাতে ঘরে থাকতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে সমাজের বিত্তবানদের সহযোগীতার হাত বাড়ীয়ে দেয়ারও অনুরোধ জানান তিনি।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ
এবিষয়ে প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ এর সাথে কথা হলে তিনি জানান, করোনার এই পরিস্থিতিতে পর্যায়ক্রমে ১৩০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মীদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে অত্র প্রতিষ্ঠানে গরিব অসহায় মানুষদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়া সামাজিক বিভিন্ন কাজেও ভুমিকা রেখেছে এই প্রতিষ্ঠানটি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply