বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই মাদক কারবারিরা, এদিকে কঠোর নজরদারিতে রয়েছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে মাঠে হাঁটে দৌড়ে বেরাচ্ছেন পুলিশ, তাদের এই মহানুভবতা নিঃসন্দেহে প্রসংসনীয়। দিনাজপুরের ফুলবাড়িতে ১৫ এপ্রিল সকালে ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে ফুলবাড়ী পৌর শহরের বারোকোনা মোড় থেকে হাকিমপুর থানার বড়চড়া গ্রামের মোঃ মজিবে রহমান এর পুত্র মোঃ মাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে ৮১ (একাশি) বোতল ফেন্সিডিল ও ইজিবাইকসহ আটক করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
আরও পড়ুনঃ হোম কোয়ারেন্টিনে থাকা ৬৫ পরিবারের সাথে কাজিপুর উপজেলা প্রশাসন ও ডাক্তারদের শুভেচ্ছা বিনিময়
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী থানার এস আই শ্রী বনোমালী রায়, এ এস আই মোঃ মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পরে তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে ফুলবাড়ী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা যে সমাজের ঘৃনিত ব্যক্তি, দেশের এই পরিস্থিতিতে তারই প্রমাণ দিলো এই মাদক ব্যবসায়ী, জাতির এই ক্লান্তিলগ্নেও থেমে নেই তারা। আসুন আমারা সবাই মিলে তাদের প্রতিহত করি। পরিশেষে তিনি করোনার এই পরিস্থিতিতে সকলকে সচেতন হয়ে ঘরে থাকার আহ্বানও জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply