বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে মোঃ আরিফুল হক রুবেলঃ— রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম আজ বৃহস্পতিবার দুপুরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পুঠিয়া থানা এলাকার বানেশ্বর, ঝলমলিয়া ও পুঠিয়া বাজার পরিদর্শন করেন এবং জনসাধারনের সাথে কথা বলেন।
আরও পড়ুনঃ ‘শেখ হাসিনার নির্দেশ, ঘরে থেকে বাঁচাও দেশ’ প্রচারে কাজিপুর আ.লীগ
এ সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পুঠিয়া রাজশাহী, পুঠিয়া সার্কেলর অতিঃ পুলিশ সুপার ও ওসি ইনচার্জ রেজাউল করিম।
এ সময় তিনি জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহবান জানান। পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যাওয়া, কোন ধরনের গুজবে কান না দেওয়া ও সামাজিক দূরত্ব এর বিষয়টি নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন ।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ঘরে ঘরে সরকারের বরাদ্দ পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার।
তিনি এ সময় আরো বলেন, জরুরী ভিত্তিতে দ্রুত সাড়াপ্রদান ও বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এ টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় সচেতনতামুলক কার্যক্রম চালাচ্ছে এবং গুজব থেকে বিরত থাকতে জনগনকে পরামর্শ দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply