মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য জেলা তথ্য অফিস, কক্সবাজার ব্যাপক সড়ক প্রচার-প্রচারণা চালিয়েছে।
কক্সবাজার জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী জানিয়েছেন, করোনা হতে রক্ষা পেতে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে বাংলা ভাষাছাড়াও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় ব্যাপক সড়ক প্রচার করা হয়েছে।
প্রচারণার অংশ হিসেবে আজ (১ সেপ্টেম্বর) কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলা ছাড়াও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় ব্যাপক সড়ক প্রচার করা হয়েছে। আঞ্চলিক ভাষায় প্রচারণাকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন।
এছাড়া জেলা তথ্য অফিস, কক্সবাজার করোনাকালীন সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে এ কার্যালয়টি। করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তথ্য কর্মকর্তা।
তিনি আরো জানিয়েছেন, কক্সবাজার জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ১৫২ ইউনিট বার্তা প্রচার করা হয়েছে। করোনার লক্ষণ ও করণীয় বিষয়ে ১ম দফায় ২০টি, ২য় দফায় ১৬টি, ৩য় দফায় ৪টি সর্বমোট ৪৪ টি সচেতনতামূলক ডিসপ্লে বিলবোর্ড স্থাপন করেছে।
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব মোঃ তৈয়ব আলী সম্প্রতি কক্সবাজার জেলা তথ্য অফিসের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ইউনিসেফ ফিল্ড অফিসে মতবিনিময় সভা করেন।
এসময় কক্সবাজার বীচ এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটকদের সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম মনিটরিং করেন। তিনি বলেন, অনেক দিন পর বীচ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এ মুহূর্তে বীচে প্রচারণার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বিলবোর্ড পরিদর্শন করেন।
শুরুতে করোনাকালীন লকডাউন বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মেনে বর্তমান সময়ে পর্যটন শিল্প ও এর সাথে সংশ্লিষ্ট পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ব্যাপক প্রচারণা করছে। এ প্রচারণা বর্তমানেও চলমান রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তিনি আরো জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এসব প্রচারণা করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক অনলাইন প্রচারণা চালানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply