বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
পটুয়খালী থেকে এম কে রানাঃ— করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী জেলা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাজাহান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ সাটুরিয়ায় চেম্বার অফ কমার্সের সভাপতি রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ
সভায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা বৃদ্ধি, দিনে তিনবার সেনা টহল জোরদার, নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদান, সম্পদের সুষ্ঠ ব্যাবহার, চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে নতুন করে কোন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়নি। কোয়ারেন্টিন শেষ হয়েছে ৩৬ জনার। বর্তমানে জেলায় মোট ২৮০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
আরও পড়ুনঃ কাজিপুরে ইউপি চেয়ারম্যান মুকুলের খাবার ও স্যানিটাইজার বিতরণ
নিম্নবিত্ত মানুষদের মাঝে বিতরণের জন্য জেলা ত্রাণ তহবিলে এই মুহুর্তে ২৪৬ মেট্রিকটন খাদ্য শষ্য ও ৯ লক্ষ টাকা মজুদ রয়েছে। করোনা গুজবে যাতে বাজার অস্থিতিশীল না হয় সেজন্য বাজার মনিটরিং-এর পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply