শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— প্রাণঘাতী করোনা ভাইরাস রোগটির সংক্রমণ প্রতিরোধের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের পর সারা দেশের হাট-বাজারগুলো উন্মুক্ত খোলা জায়গাতে স্থানান্তরের নিদের্শ দিয়েছে সরকার । বাংলাদেশ সরকারে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক (১২ এপ্রিল) জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দিয়ে চিঠি প্রেরণ করেন ।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় আ.লীগ ও যুবলীগ নেতার পক্ষে এম এ হান্নান আশ্রয় পল্লীর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
এরই পরিপ্রেক্ষিতে দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস এর ঝুঁকি কমাতে ক্রেতা বিক্রেতা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করতে পারে এই জন্য আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর এর সাপ্তাহিক হাট পাশ্ববর্তী কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রী কলেজে মাঠে সকাল হতেই হাটের কেনা বেচার কার্যক্রম শুরু হয় ।
যেহেতু কাশিনাথপুর হাট উপজেলার একটি অন্যতম বড় হাটবাজার বলে বিবেচিত । এ হাটে সাঁথিয়া উপজেলার ইউনিয়নের মানুষ ছাড়াও পাশ্ববর্তী উপজেলা বেশ কয়েকটি ইউনিয়নের জনসাধারণ তাদের উৎপাদিত বিভিন্ন ধরণের মালামাল ক্রয়-বিক্রয় করতে নিয়ে আসেন । ফলশ্রুতিতে কাশিনাথপুর হাটে বহু মানুষের উপস্থিতি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। সরজমিনে দেখা গেছে যে, হাটে প্রচুর মানুষের আগমনে কারণে ক্রেতা-বিক্রেতারা ভিড়ের মধ্যে সবাই কেনা-বেচার কাজ করে যাচ্ছে । তাই আগামীতে ক্রেতা-বিক্রেতা সবাই সচেতন হয়ে নিজেদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে কেনা-বেচা করবেন এমনটাই সকলের প্রত্যাশা ।
আরও পড়ুনঃ ঢাকা ১৩ আসনের আদাবর থানা বিএনপি ত্রাণ সামগ্রী বিতরণ
কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর এলাহী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভর মোকাবেলায় ও ক্রেতা-বিক্রেতা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে মালামাল বাজারজাত করতে পারে এজন্য কাশিনাথপুরের সাপ্তাহিক হাট কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রী কলেজ মাঠের খোলা উন্মুক্ত স্থানে সরকারী নির্দেশ মোতাবেক সাময়িক সময়ের জন্য হাট বসানো হয়েছে । চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন যে আল্লাহর রহমতে আমাদের কাশিনাথপুর ইউনিয়নে এখনও পর্যন্ত কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি । তিনি আরও বলেন শহর বা বিভিন্ন জায়গা হতে বহিরাগত লোকজনের এলাকায় আগমন নিয়ে আমরা চিন্তার মধ্যে আছি । এব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য তিনি বিশেষ ভাবে সবাইকে অনুরোধ জানান ।
হাটের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে । কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ জামান হোসেন বলেন , সকাল হতে হাটের আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তার ব্যাপারে আমাদের পুলিশ বাহিনীর পক্ষ হতে সবাত্নক নিরাপত্তামুলক প্রস্তুতি গ্রহণ করেছিলাম যাতে করে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করেন । তিনি জানিয়েছেন যেহেতু আজ কলেজ মাঠে প্রথম হাট বসেছে তাই আগামীতে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল ক্রেতা- বিক্রেতা হাটে তাদের পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় কার্য যেন ভালভাবে নিরাপদে সম্পাদন করতে পারে এব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ হতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো । এছাড়া মোঃ জামান হোসেন আরোও বলেন সরকার ঘোষিত সকল নির্দশনা মানিয়া হাট হাটবাজার করার জন্য সর্বসাধারনের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply